রবির কর্পোরেট সেবা নিলো বেবিচক

৩ জুলাই, ২০২১ ১৭:২৬  
বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সেরা ট্যারিফ ও ডাটা প্ল্যান এবং রোমিং সেবা দেবে ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।  এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় সারা দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে কর্পোরেট মোবাইল সেবা প্রদান করবে রবি। রাজধানীর বেবিচক’র সদর দফতরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো: আদিল হোসেন নোবেল এবং বেবিচক’র সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো: খালিদ হোসেন, বিইউপি,এনডিইউ,এনডিসি, এফএডব্লিউসি,পিএসসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো: খালিদ হোসেন, বিইউপি,এনডিইউ,এনডিসি, এফএডব্লিউসি,পিএসসি সহ সকল সদস্য ও পরচিালকগণসহ অন্যান্য র্কমর্কতাবৃন্দ। এছাড়া রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো: আদিল হোসেন নোবেল, কর্পোরেট বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।